সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে গুগলের বিশেষ ডুডল

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 09:04:44

২০ জুন, প্রথিতযশা কবি বেগম সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকীতে বিশেষ ডুডল করেছে গুগল।

ডুডলে দেখা যায়, হালকা নীল পাড়ের সাদা শাড়ি পড়ে দাঁড়িয়ে আছেন সুফিয়া কামাল। চোখে মোটা ফ্রেমের চশমা। ডান হাত থুতনিতে রাখা, বাঁ হাত দিয়ে ডান হাত ধরে রেখেছেন। ঠিক পেছনে মাঝ বরাবর লাল অর্ধবৃত্ত। তার পেছনে সবুজ রঙে গুগল লেখা এবং অনেক নারীর সবুজ প্রতিকৃতি। যেখানে নারীরা একে অপরের হাত ধরে রেখেছে।

সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে গুগলের বিশেষ ডুডল, ছবি: গুগল থেকে নেওয়া

 

বাংলাদেশের নারী জাগরণের পুরোধা সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবদুল বারি উকিল ছিলেন, বাড়ি ছিল কুমিল্লায়। তার মায়ের নাম সৈয়দা সাবেরা খাতুন।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাঁঝের মায়া, দিওয়ান ও অভিযাত্রিক। ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর