গ্রীনরোডে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 10:26:05

রাজধানীর গ্রীনরোডে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র‍্যাব। র‍্যাব-২ এর সহযোগিতায় বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১ টার দিকে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা শুরু হয়।

এ বিষয়ে সারওয়ার আলম বলেন, ‘আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ, ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে, ওইসব ওষুধ বিক্রি বন্ধ ও একমাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জুন) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর