উদ্ধার হননি রাবি ছাত্রী : প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-19 19:08:08

  প্রশাসনের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অপহৃত ছাত্রী উদ্ধারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাওকারী শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে সন্ধ্যা সাতটার দিকে হলে ফিরে গেছেন। তবে শনিবার ফের কর্মসূচি পালন করবেন তারা। বিশ্বিবিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বাংলাদেশের খবরকে বলেন, প্রশাসন অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধারের আশ্বাস দেওয়ায় আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করেছি। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আজ শনিবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কর্মসূচি শুরু করা হবে বলে জানান তিনি। এর আগে অপহৃত ছাত্রী উদ্ধারে দুই ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। ছাত্রী উদ্ধার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে বিকেল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে অপহৃতকে ফিরিয়ে দেওয়ার দাবিসংবলিত প্ল্যাকার্ডসহ ‘ক্যাম্পাসে নিরাপত্তা নাই’, ‘প্রশাসন চুপ কেন’ লেখা প্ল্যাকার্ড ছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের চোখের সামনে সহপাঠীকে নিয়ে যাওয়া হয়েছে। তার স্বামীর সঙ্গে তালাক হয়েছে। আইনত তালাক কার্যকর না হলেও তাকে কেউ এভাবে নিয়ে যেতে পারে না। এভাবে হলের সামনে একটা মেয়েকে তুলে নিয়ে গেল। ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়? আজ তাকে নিয়ে গেছে কাল অন্য কাউকে নিয়ে যাবে।’ ঘেরাও আন্দোলনের এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন ওই ছাত্রীর বাবা। পরে তিনি উপাচার্যের বাসভবনে ঢুকে আধঘণ্টা পর বেরিয়ে এসে প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আমি এখনো আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। এজন্য আমি খুবই উদ্বিগ্ন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়েকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে। তাদের কাছে দাবি, তারা যেন আমার মেয়েকে  দ্রুত ফিরিয়ে দেয়।’ এ বিষয়ে থানায় অপহরণ মামলা করবেন বলে জানান তিনি। এদিকে, বিকেল ৪টায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুস সোবহান বাসভবন থেকে বেরিয়ে আসেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আন্দোলন স্থগিত করতে বলেন। উপাচার্য বলেন, ‘এটা পারিবারিক বিষয়। ওই ছাত্রীর চাচা এখানকার শিক্ষক। আমি তাকে ডেকে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করতে বলেছি। এছাড়াও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তারা ব্যবস্থা নেবে।’ উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘এটা তাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। স্বামী তার স্ত্রীকে নিয়ে গেছে। অন্যায় হলে সেটা আইন দেখবে। এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাবকে জানিয়েছি। তারা খোঁজ খবর নিয়ে দেখছে। ওই ছাত্রীকে খুঁজে বের করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’ শিগগিরই অপহৃত ছাত্রীর সন্ধান দেওয়ার  আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার সকার ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে মাইক্রোবাসেকে বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।  তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি গ্রামে। অপরদিকে, ঘটনাস্থলে উপস্থিত ওই ছাত্রীর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সকালে ভুক্তভোগীসহ তার তিনজন সহপাঠী স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে হল থেকে বের হন। এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে সাদা মাইক্রোবাসে তার সাবেক স্বামী সোহেল রানাসহ ৫-৬ জন যুবক তার পথরোধ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর