গ্রিন রোডের ২ ফার্মেসির সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 05:43:46

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে রাজধানীর গ্রিন রোডের সেফ ও তাজ ফার্মেসির সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব সদরদফতরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টার দিকে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়। র‌্যাব-২ এর সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান চলাকালীন সারোয়ার আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘প্রথমে একটি মডেল ফার্মেসির দেড় লাখ টাকা জরিমানা করি। পরবর্তীতে তাজ ও সেফ ফার্মেসিতে ডায়াবেটিস ও হার্টের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করি।’

বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত তিনটি ফার্মেসিকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে এই ভ্রাম্যমাণ আদালত।

এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘যে ফার্মেসিতেই যাচ্ছি, তাদের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ পাচ্ছি। তাছাড়া অধিকাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘মূলত আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।’

এ সম্পর্কিত আরও খবর