তুরিন আফরোজের হুমকিতে বাড়ি ছাড়া তার মা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:47:43

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর ড. তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি দখল করে হুমকি-ধামকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন তার মা সামসুন নাহার তসলিম।

মেয়ের দ্বারা নিগৃহীত ও হেনস্থার অভিযোগ তুলে এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ জুন) সুপ্রিম কোর্টে ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বয়োবৃদ্ধ সামসুন নাহার তসলিম। তার সঙ্গে ছিলেন ছেলে শাহনেওয়াজ আহমেদ শিশির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় কান্না জড়িত কণ্ঠে সামসুন নাহার তসলিম বলেন, ‘গত ১৪ জুন থেকে উত্তরার তিন নম্বর সেক্টরের ১১ রোডের বাসা থেকে তুরিন আফরোজের নির্দেশে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আমাকে বের করে দেন। ওই দিন কানাডা থেকে আসা আমার ছেলে শাহনেওয়াজ আহমেদ শিশিরকেও বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ওই দিন থেকে আমরা পালিয়ে বেড়াচ্ছি। অথচ বাড়িটি ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর হেবার মাধ্যমে শিশিরের নামে দান করা হয়েছে। সেই থেকে গত দুই দশক ধরে জমির খাজনা এবং হোল্ডিং কর পরিশোধ করে আসছে আমার ছেলে।’

তিনি বলেন, ‘একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমাদের রক্ষা করতে পারে। কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ তাকে নীতি বহির্ভূত ও বেআইনি কাজ থেকে থামাতে পারে।’

লিখিত বক্তব্যে শাহনেওয়াজ আহমেদ শিশির বলেন, ‘ক্ষমতার দাপটে তুরিন আফরোজ আমাকে ও আমার বিধবা মাকে ভয়ভীতি ও হয়রানি করে আসছেন। তার উদ্দেশ্য, আমার সম্পত্তি কুক্ষিগত করা।’

এ সম্পর্কিত আরও খবর