শপথ নিয়েও সংসদকে অবৈধ বলছে বিএনপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:58:47

শপথ নেওয়ার পরও বিএন‌পির নির্বাচতি সংসদ সদস্যরা সংসদকে অবৈধ বলে নিজেরাই হাসির পাত্র হচ্ছেন ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ব‌লেন, ‘বিএনপির নেতারা সংসদে এসে বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ সকলের জানা চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা এম এ হান্নান সর্বপ্রথম বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পত্রটি পাঠ করেন। এরপর জিয়াউর রহমানকে দিয়ে পুনরায় পাঠ করানো হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপির গৌরব বলতে এটুকুই। বঙ্গবন্ধুর অর্বতমানে তার হয়ে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। এ সামান্য একটু পদক্ষেপই বিএনপির সবচেয়ে বড় অহংকারের বিষয়, যেটি হাস্যকর।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে ছয়টি সিটে জয়লাভ করে। নানান তালবাহানা শেষে শপথ নিয়েছেন। সেই সংসদে দাঁড়িয়ে নিজেদেরকেই অবৈধ বলছেন বিএনপি।’

তিনি আরও বলেন, ‘কোর্টের রায় অনুসারে বিএনপি অবৈধ দল হিসেবে চিহ্নিত। সেই অবৈধ দলের প্রতিনিধি হয়ে সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলেন তারা। মানুষ সত্যটা জেনে গেছে। তাদের মিথ্যা বিকৃত ইতিহাস জনগণ বিশ্বাস করে না।’

নওফেল বলেন, ‘বিএনপি এখন আর কোনো দলই না। বিএনপি আছে শুধু সংবাদ সম্মেলনে ও তাদের পার্টি অফিসে। দলটি ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।’

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অরুণ সরকার রানাসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর