‘প্রশাসক নয়, সেবক হিসেবে বিবেচনা করুন’

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-26 16:23:43

সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করতে বিভাগ, জেলা ও উপজেলার শীর্ষ কর্মকর্তাদের প্রশাসক না ভেবে, সেবক হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার (এনডিসি) সুরাইয়া বেগম।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে ‘অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ’ শীর্ষক ওই সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটির সদস্যরা।

সভায় সুরাইয়া বেগম বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পের তথ্য পাওয়ার অধিকার আছে সবার। এক্ষেত্রে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কিছুই লুকানোর নেই। স্বাস্থ্য অধিদফতর কী কাজ করছে, একটি স্কুল, কলেজ, হাসপাতাল কিভাবে চলছে, তার যাবতীয় বিষয় জনগণের জানার অধিকার আছে। প্রশাসন যদি প্রতি এক মাস অন্তর কাজের মূল্যায়ন করে, কতটুকু কাজ করা সম্ভব হয়েছে, কেন করা সম্ভব হয়নি, সামনে কী করা করা হবে- এসব তথ্য উপস্থাপন করে তাহলে প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সালে তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলেও নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এক্ষেত্রে বিভাগীয় জেলা, উপজেলা পর্যায়ের চাহিদা মোতাবেক জনবল নিয়োগ করা সম্ভব হয়নি। অনেকে কিভাবে তথ্য পেতে আবেদন করতে হয়, কোথায় গেলে তথ্য পাওয়া যাবে- সেসব বিষয় জানেন না। এরপরও আমরা চেষ্টা করছি সাধারণ মানুষ কিভাবে দুর্ভোগ ও হয়রানি ছাড়াই তথ্য পেতে পারেন, সেটার ব্যবস্থা করা।’

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘অনেকে জমির খতিয়ান চেয়ে আবেদন করেন। খতিয়ান দেওয়ার জানতে পারি তারা দুর্বৃত্ত এবং অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে। এমনকি চট্টগ্রাম কারাগারে খুন হওয়া সন্ত্রাসী অমিত মুহুরীর তথ্যও অনেকে জানতে চান। এক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতে পড়তে হয়।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশরনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রশাসক, দুইটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং স্থানীয় প্রতিনিধীরা।

এ সম্পর্কিত আরও খবর