গাজীপুরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুর্ধর্ষ ডাকাত নিহত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:57:11

ঢাকার গাজীপুরের শ্রীপুরস্থ দুম্বারিচালা এলাকায় র‍্যাব সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তি দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (২১ জুন) ভোররাতের দিকে র‍্যাব-১-এর সঙ্গে ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত (৩৫)।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার উপ-পরিচালক রইসুল ইসলাম মনি বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন।

এদিকে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের ভাষ্য, বাবুল মিয়া দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী ছিলেন। রাতে গাজীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি তার মাদকের একটি চালান আসছে—এমন তথ্য পেয়ে র‍্যাব অভিযানে যায়।

ভোররাতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাবুলের সঙ্গীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে ওই দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিতে র‍্যাবের দুই সদস্যও আহত হন।

এছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর