চট্টগ্রামে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ২

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 20:55:59

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। নিহতদের মধ্যে একজন নারী। হতাহতের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরের হাটের মুন্সীর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা। ওসি জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। নিহত নারীর নাম রোকেয়া বেগম (৪৫)। আনুমানিক ৩৫ বয়সী নিহত পুরুষের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন সবুর (২৭) ও আশরাফ সিদ্দিক (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটহাজরী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন  বিডিবিএনকে বলেন, “সেনাবাহিনীর কয়েকটি গাড়ি হাটহাজারীর চারিয়া ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এর মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটো অটোরিকশাসহ খাদে পড়ে যায়।” দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনা স্বীকার করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, “সেনা সদস্যরা হাটহাজারীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর লোকজন আছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এ সম্পর্কিত আরও খবর