ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 19:12:58

বায়ান্নর ভাষা সংগ্রামী, রাজনীতিবিদ ও গবেষক এজেএম তকীয়ূল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।তার বয়স হয়েছিল ৯১ বছর। এজেএম তকীয়ূল্লাহ বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে। তকীয়ূল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলা ভাষার আন্দোলনে তকীয়ূল্লাহর অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন। ভাষা সংগ্রামীর মেয়ে শান্তা মারিয়া  বিডিবিএনকে তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেশ কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তারা বাবা। গত সোমবার থেকে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশে যে বাংলা বর্ষপঞ্জি অনুসরণ করা হয় তার সংস্কার হয়েছিল তকীয়ূল্লাহর হাতেই। ১৯৫১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাগারে কাটাতে হয় এই বাম নেতাকে। চল্লিশের দশক থেকে দীর্ঘদিন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এজেএম তকীয়ূল্লাহ। তার ছোট ভাই চিত্রশিল্পী মুর্তজা বশীর।

এ সম্পর্কিত আরও খবর