সারা দেশে সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন 'এ' খাওয়ানো হচ্ছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 04:28:52

সকাল থেকেই দেশজুড়ে দুইকোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (২২ জুন) দেশজুড়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের এই ভিটামিন খাওয়ানোর কার্যক্রম চলবে। নিকটস্থ যেকোনো টিকাদান কেন্দ্র থেকে শিশুকে টিকা দেয়া যাবে।

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক টিকাদানের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র থেকে শিশুদের এই ভিটামিন খাওয়ানো হচ্ছে। বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর