ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 01:41:15

ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। তিনি যাতে আইনের ফাঁক গলে বের হতে না পারেন সে জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২২ জুন) নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদক পরিচালক খন্দকার এনামুল বাসির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান। তার ঘুষ লেনদেনের ঘটনা তদন্তে কমিটি করেছে পুলিশ সদর দফতর।

মিজানের ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সদর দফতর থেকে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর