সিলেট রেল স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 07:36:07

সিলেট–ঢাকা মহাসড়কের শাহবাজপুর সেতুর রেলিং ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সিলেট থেকে রাজধানী ঢাকায় যেতে একমাত্র ভরসা ট্রেন। তাই সিলেট রেল স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে সেতুর রেলিং ভেঙে পড়ে। এরপরই বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ছোট অটোরিকশা চলাচল করছে।

সিলেট রেল স্টেশনে গিয়ে দেখা যায়, ২-৩ হাজার যাত্রী ঢাকায় যেতে স্টেশনে ট্রেনের টিকিট নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে অনেকে টিকিট নিতে পারছেন, অনেকে পারছেন না। অনেকে স্ট্যান্ডিং টিকিট নিয়ে গন্তব্যে যাচ্ছেন।’

সকালে সিলেট থেকে ঢাকার উদ্দ্যশে ছেড়ে যাওয়া কালনি এক্সপ্রেস, জয়ন্তিকা ও দুপুরে পারাবতে যাত্রীদের চরম ভিড়ছিল। স্ট্যান্ডিং টিকিট নিয়ে অনেক যাত্রীকে ট্রেনে ওঠতে দেখা গেছে। আবার জীবনের ঝুঁকি নিয়েও অনেকে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন।

মাসুম আহমদ নামের এক যাত্রী বার্তা২৪.কম-কে বলেন, ‘এমনিতেই টিকিট পাওয়া খুব কষ্টকর। তার ওপর মহাসড়কে ব্রিজভেঙে যাওয়ায় ট্রেনে চাপ বেড়েছে। সকাল ৭টায় এসে ঢাকায় ছেড়ে যাওয়া পারাবত ট্রেনের টিকেটের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু কাউন্টারের সামনে আসলে বলা হয় টিকিট নেই। পরে বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ঢাকায় ফিরছি।’

তিনি আরও বলেন, ‘অনেকে দ্বিগুণ দামে দালালের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। আমিও কিনতে চেয়েছিলাম। কিন্তু একদালাল আমাকে টিকিট দেবে বলে পরে আর দেয়নি।’

সিলেট রেল স্টেশনের সহকারী মাস্টার রাসেল আহমদ বার্তা২৪.কম-কে বলেন, ‘মহাসড়কের সেতু ভেঙে যাওয়ায় সাধারণযাত্রী থেকে শুরু করে ভিআইপিরাও ট্রেনে করে গন্তব্যে যেতে স্টেশনে ভিড় করছেন। কিন্তু সবাইকে টিকিট দেওয়া সম্ভব না। তাই অনেকে টিকিট না পেলে স্ট্যান্ডিং টিকিট নিয়ে গন্তব্যে যাচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর