ঋণ দেওয়ার পর ব্যাংকগুলোর অবস্থা কী হবে প্রশ্ন রুমিন ফারহানার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 00:54:45

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে ৪৫ হাজার কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলোর অবস্থা তাহলে কী হবে? আর এখনই বা দেশের ব্যাংকগুলোর অবস্থা কী?’

রোববার (২৩ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট সংলাপের বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিটি দেশের বাৎসরিক ঘোষিত বাজেট সেদেশের সরকারের চরিত্রকে স্পষ্ট করে বলে মনে করেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম পাঁচটি দেশের মধ্যে একটি। যেখানে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা চার কোটি আর হতদরিদ্রের সংখ্যা দুই কোটি। এদেশে বর্তমানে বেকারের সংখ্যা চার কোটি। আর ২০৩০ সালে এ সংখ্যা আরও তিন কোটি বাড়বে। বাজেটের মাধ্যমে একটি সরকারের চরিত্র স্পষ্টভাবে প্রকাশ পায়।’

তিনি বলেন, ‘এবারের বাজেটে বৈদেশিক খাত থেকে আসবে ৬৩ হাজার কোটি টাকা, আর দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে ৪৫ হাজার কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলোর অবস্থা তাহলে কী হবে? আর এখনই বা দেশের ব্যাংকগুলোর অবস্থা কী? সেটা একটি প্রশ্ন।’

এ সময় উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর