ভারতে বিটিভির সম্প্রচার আগামী মাসে: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:19:46

আগামী জুলাই মাস থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন ভারতে দেখা যায় না। কিন্তু খুব সহসাই ভারতে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন। এটি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সমঝোতা স্বাক্ষর হয়েছে। এরপর বাংলাদেশ টেলিভিশন ভারতে প্রচারের লক্ষ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট স্বাক্ষর হয় গত ৭ মে। ভারতে নির্বাচনের কারণে আমরা সেটি প্রকাশ করিনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতে নতুন সরকার গঠনের পর নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী গত ১৯ জুন সেটি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে সরকারি পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কারিগরি দিক ঠিক করে শিগগিরই ভারতে বিটিভি সম্প্রচারের দিনক্ষণ ঠিক করব।’

‘বাংলাদেশের একটি কারিগরি দল এ মাসের ২৫ তারিখ ভারতে যাবে এবং ২৭ তারিখ পর্যন্ত থাকবেন। তারা আসার পর আমরা সিদ্ধান্ত নেব, কোন দিন থেকে ভারতে বিটিভি প্রদর্শন করব। এটি আমাদের পক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়, ভারতের পক্ষ থেকে নয়। তবে আগামী মাসেই আমরা করতে পারব বলে আশা করছি। কারিগরি দল ঘুরে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব,’ যোগ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘প্রসার ভারতী এবং বাংলাদেশ বেতারের একটি চুক্তি হয়েছে, এর মাধ্যমে শিগগিরই ভারতে বাংলাদেশ বেতারও শোনা যাবে। এর মধ্য দিয়ে ভারতে বাংলাদেশ টলিভিশন ও বেতারের দ্বার উন্মুক্ত হচ্ছে।’

বেসরকারি টিভি চ্যানেল সেখানে প্রচারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সে দেশের ক্যাবল অপারাটরদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেই বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করা যায়। কিন্তু সেখানে ক্যাবল অপারেটরের ফি বেশি হওয়ায়, সেটি লাভজনক নয় বলে প্রচার হয় না। এটি নিয়েও আলোচনা চলছে।’

এ সম্পর্কিত আরও খবর