‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে জবাবদিহিতা বাড়বে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 22:57:45

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে; সম্ভাব্য উপকারভোগীরা লাভবান হবেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সংস্থা এ চুক্তি বাস্তবায়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে।

এলজিআরডি বলেন, চুক্তি স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা নয়; এ চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় রূপকল্প ২০২১ অর্জনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

রোববার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের সাথে এর আওতাধীন ২০টি দফতর/সংস্থার ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চুক্তিতে স্থানীয় সরকার বিভাগের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এবং বিভিন্ন দফতর ও সংস্থার পক্ষে প্রধান অথবা প্রধান নির্বাহী কর্মকর্তারা স্বাক্ষর করেন।

যে ২০টি দফতর ও সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করা হয় সেগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, খুলনা ওয়াসা, রাজশাহী ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), খুলনা সিটি করপোরেশন (খুসিক), রাজশাহী সিটি করপোরেশন (রাসিক), গাজীপুর সিটি করপোরেশন (গাসিক), বরিশাল সিটি করপোরেশন (বসিক), সিলেট সিটি করপোরেশন (সিসিক), নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), রংপুর সিটি করপোরেশন (রসিক), কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য ২০১৪-১৫ অর্থবছরে প্রথমবারের মত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কর্মসম্পাদনা ব্যবস্থাপনা পদ্ধতি (Performance Management System) চালু হয়। এরই ধারাবাহিকতায় রোববার দফতর ও সংস্থাসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো এবং আগামী জুলাই মাসে সচিব, স্থানীয় সরকার বিভাগ ও মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হবে।

এ সম্পর্কিত আরও খবর