প্রতিবন্ধীদের রাষ্ট্রের সম্পদে পরিণত করতে হবে: খুলনা মেয়র

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 08:35:33

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, 'প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে হবে।'

রোববার (২৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয় আয়োজিত 'তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সবধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সিটি মেয়র বলেন, 'বর্তমানে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এক কোটি ২০ লাখ। এই বৃহৎ জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সামগ্রিক উন্নয়ন কখনও সম্ভব নয়। এ বাস্তবতাকে উপলব্ধি করে শেখ হাসিনার সরকারই প্রথম তাদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। প্রতিবন্ধীদের ভাতা প্রদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি দক্ষতাবৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ফলে এক সময় সমাজে যাদের অবজ্ঞা-অবহেলার চোখে দেখা হতো, বর্তমানে তারা স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারছে।' তিনি সকল প্রতিবন্ধীর প্রতি মানবিক আচরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সেমিনারে জানানো হয়, এ প্রকল্পের আওতায় বিসিসি প্রধান কার্যালয়সহ সাতটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ৭০০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং তাদের নিয়ে চাকরি মেলা আয়োজনের মাধ্যমে তিনশত ৮৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া শীঘ্রই সাতটি আঞ্চলিক কার্যালয়ে সাতটি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে দুই হাজার ৮০০ জন প্রতিবন্ধীকে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- বিসিসির সদস্য (অতিরিক্ত সচিব) মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসির খুলনা আঞ্চলিক পরিচালক শেখ মো. মফিজুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর