‘তামাক হলো মাদকের প্রবেশদ্বার’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 18:22:55

তামাক হলো মাদকদ্রব্যের প্রবেশদ্বার। তামাকের দরজা পার না হয়ে কেউ মাদকসেবনে ঢুকতে পারে না। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে তামাক আগে নিয়ন্ত্রণ করতে হবে বলে জানান তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে এসে কোটি কোটি টাকার ব্যবসা করছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এদের ব্যবসাকে আরো সহজ করে দিচ্ছে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে আগে তামাক নিয়ন্ত্রণে আনতে হবে।

রোববার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আয়োজনে ‘তামাকজাত দ্রব্যের ওপর করারোপ: প্রত্যাশা ও প্রতিফলন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, মাদকবিরোধী সংঘটনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন বলেন, তামাক ব্যবহারের ফলে ৭টি রোগে আক্রান্ত হয় মানুষ। আর বাংলাদেশে যত মানুষ মারা যায় তার অর্ধেকের বেশি তামাকজাত দ্রব্যের কারণে।

তামাকের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করার দাবি জানান বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ।

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, তামাককে নতুন করে ইনপুট দেওয়া হয়েছে। আমাদের দেশে তামাককে আমরা বৈধ বলছি। আমাদের দেশে তামাকদ্রব্যের ওপর করারোপ না করে এর মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটি পৃথিবীর কোন দেশে করা হয় না।

এ সম্পর্কিত আরও খবর