'ঘুরে দাঁড়িয়েছে রাজউক, এগিয়ে চলছে রাজউক'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 09:05:47

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এর পাঁচ দিনব্যাপী ‘রাজউক সেবা সপ্তাহ’-এর উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব শহীদ উল্লা খন্দকার। এসময় তিনি বলেন, ‘ঘুরে দাঁড়িয়েছে রাজউক, এগিয়ে চলছে রাজউক।’

রোববার (২৩ জুন) রাজউকের প্রধান কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রাজউক সেবা সপ্তাহ উদ্বোধন করেন তিনি।

রোববার থেকে শুরু হয়ে সেবা সপ্তাহ চলবে আগামী ২৭ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। অনুষ্ঠানে অনলাইনে আবেদন করেছেন এমন আবেদনকারীদের ভূমি ব্যবহার ছাড়পত্র, নির্মাণ অনুমোদনপত্র, নামজারীপত্র ও রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দকারীদের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে।

পূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, ‘ঘুরে দাঁড়িয়েছে রাজউক, এগিয়ে চলছে রাজউক। কিছু কিছু ক্ষেত্রে সামান্য ব্যর্থতা থাকলেও রাজউকের অর্জন অনেক বেশি। রাজউকের এই সেবা কার্যক্রম সারা মাসব্যাপী, বছরব্যাপী, রাজউক যতদিন থাকবে ততদিন।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছেন রাজউক সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বের সঙ্গে কাজ করছে। রাজউক সেবা প্রত্যাশীদের দ্রুত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে সেবার অনেকগুলো ধাপ কমিয়েছে। এছাড়াও অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনপত্র প্রদান শতভাগ চালু করা হয়েছে। ধীরে ধীরে রাজউকের সকল সেবা অনলাইনে প্রদান করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন বলেন, ‘অটোমেশনের ক্ষেত্রে রাজউক বিশাল অগ্রগতি সাধন করেছে। গ্রাহকরা এখন রাজউকে না এসেই ঘরে বসে অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ভবন নির্মাণ অনুমোদনের আবেদন করতে পারবেন এবং অনলাইনেই তাদের আবেদন নিষ্পত্তি করা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) মো আজহারুল ইসলাম, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আবুল কালাম আজাদ সহ রাজউকের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এবং সেবা প্রত্যাশীগণ।

এ সম্পর্কিত আরও খবর