বেরোবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-18 20:11:25

চাকরি স্থায়ীকরণ, ৪৪ মাসের বকেয়া বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীরা।

রোববার (২৩ জুন) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই কর্মসূচি পালন করেছে 'কর্মচারী সমন্বয় পরিষদ’ নামের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের একটি সংগঠন।

কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থেকে রেজিস্ট্রারের রুমের সামনে অবস্থান নেন। এসময় কর্মচারী বান্ধব পদোন্নতি/আপগ্রেডেশন নীতিমালা বাস্তবায়ন, ৪৪ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান, ১০ম গ্রেড প্রাপ্ত ২৫ জনকে কর্মকর্তাকে পদমর্যাদা প্রদান এবং মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সংগঠনের পক্ষ থেকে উপাচার্য বরাবর ‘বার বার কেন আন্দোলন’ শিরোনামে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়।

এদিকে, সোমবার (২৪ জুন) থেকে পূর্ণদিবস অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এ বিষয়ে কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, ‘আজ অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও আগামীকাল থেকে আমরা দিনব্যাপী কর্মবিরতি ঘোষণা করেছি। যদি আমাদের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়ন করা না হয় তাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান বার্তা২৪.কম-কে বলেন, ‘কর্মচারীদের দাবিসমূহ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।'

এ সম্পর্কিত আরও খবর