পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 18:31:19

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা। উম্মতে মুহাম্মাদীদের কাছে দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস। হিজরি সফর মাসের শেষ বুধবার এই দিবসটি পালিত হয়। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে এই দিনে শেষবারের মতো সুস্থতা বোধ করেছিলেন। এ জন্য দিবসটি মুসলিম সম্প্রদায়ের কাছে শুকরিয়া দিবস হিসেবেও পরিচিতি। আরবি ও ফারসি শব্দ মিলেই এই দিনটি নাম করা হয়েছে আখেরি চাহার শোম্বা। আরবি আখেরি মানে শেষ এবং চাহার সোম্বা অর্থ চতুর্থ বুধবার। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করা হচ্ছে পবিত্র আখেরি চাহার সোম্বা। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যা সাড়ে ৫টায় বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ওয়াজ করবেন ঢাকার নারিন্দার দারুল উলুম আহছানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। জানা যায়, দীর্ঘ দিন অসুস্থ থাকার পর নবী করিম (সা.) এই দিন কিছুটা সুস্থ বোধ করেন এবং শেষ বারের মতো গোসল করেন। মুহাম্মদ (সা.)-এর এই সুস্থতার খবর পাওয়ামাত্র মদীনাবাসী খুশিতে আত্মহারা হয়ে পড়েন। সাহাবীরা দলে দলে এসে নবীকে একনজর দেখে যান। সকলে তাদের সাধ্যমতো দান-সাদকা করেন, শুকরিযা নামাজ আদায় ও দোয়া করেন। নবীর রোগমুক্তিতে তার অনুসারীরা এতোটাই খুশি হয়েছিলেন যে, তাদের কেউ দাসমুক্ত করে দেন, কেউবা অর্থ বা উট দান করেন। নবিজি (সা.)-এর রোগ মুক্তির খবরে শুকরিয়া আদায় করে হযরত আবু বকর সিদ্দিক (রা.) পাঁচ হাজার দিরহাম, হযরত উমর (রা.) সাত হাজার দিরহাম, হযরত ওসমান (রা.) ১০ হাজার দিরহাম এবং হযরত আলী (রা.) ৩ হাজার দিরহাম দান করেন। সাহাবি আবদুর রহমান ও ইবনে আউফ ১০০টি করে উট দান করেন।

এ সম্পর্কিত আরও খবর