দেশের পতাকাবাহী জাহাজে ৫০ শতাংশ পণ্য পরিবহন করতে হবে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 04:20:38

সমুদ্র পথে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের পতাকাবাহী জাহাজে ৫০ ভাগ পণ্য পরিবহনের বিধান যুক্ত করা ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বর্তমানে ৪০ শতাংশ পণ্য বাংলাদেশের পতাকাবাহী জাহাজে আনার নিয়ম আছে। তাতে পরিবর্তন এনে ৫০ শতাংশ করা হয়েছে। এমন বিধান রেখে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

অসত্য তথ্য দিয়ে জাহাজ মালিকরা বিদেশে পণ্য পরিবহন করলে শাস্তির সম্মুখীন হতে হবে। তবে নিবন্ধিত যে কোনো জাহাজ পতাকাবাহী হিসেবে গণ্য করা হবে। আর জরিমানা শব্দটি পরিবর্তন করে প্রশাসনিক জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, কোনো জাহাজ যদি আইন অমান্য করে পণ্য পরিবহন করে, তাহলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দণ্ডের বিধান রাখা হয়েছে এ আইনে। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি জরিমানার বিরুদ্ধে যাতে আপিল করতে পারেন সে বিধান যুক্ত করা হয়েছে। ৩০ দিনের মধ্যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর