সেবা গ্রহীতাকে হয়রানি করাও দুর্নীতি: শিক্ষামন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:04:18

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'দুর্নীতি সব সময় আর্থিক তা কিন্তু নয়। সেবা গ্রহীতাদের সেবা না দিয়ে হয়রানি করাও কিন্তু দুর্নীতি। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনসহ সকল ক্ষেত্রে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই।'

সোমবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শিক্ষা ভবনে 'শিক্ষা সেবা সপ্তাহ ২০১৯' এর উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'সেবা গ্রহীতাদের যেন কোনোভাবে হয়রানি করা না হয় সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেবা পেতে সবসময় যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই হয়রানি করে এমন নয়। অনেক সময় সেবা প্রক্রিয়ায়ও সমস্যা থাকতে পারে, সে কারণেও দেরি হতে পারে। কাজেই সেবা প্রক্রিয়ার কোনো সমস্যা থাকলে সেটিকে পর্যালোচনা করে কীভাবে সহজ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।'

দীপু মনি বলেন, 'অনেক শিক্ষককেই দেখা যায়, গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে ঢাকায় চলে আসেন। সেক্ষেত্রে তার সময় যেমন নষ্ট হচ্ছে অর্থও নষ্ট হচ্ছে। তাই সেবাকে বিকেন্দ্রীকরণ করার সুযোগ আছে কিনা সেগুলো বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। কর্মস্থলে বসেই যেন তার কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।'

শিক্ষা সপ্তাহ সম্পর্কে মন্ত্রী বলেন, 'এর আগে ট্রাফিক সপ্তাহ হয়েছে, সে সময় মানুষ ঠিকঠাক ফুটপাত, ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন এবং গাড়ি ঠিকঠাক চালিয়েছেন। তবে ট্রাফিক সপ্তাহ শেষ হলে এসব নিয়ম আর মানতে চান না। তাই আমাদের শিক্ষা সপ্তাহ যেন শুধু এক সপ্তাহের জন্য না হয়, শিক্ষা সেবা যেন গ্রহীতারা সারাবছর উন্মুক্তভাবে নিতে পারে সে প্রত্যয় ব্যক্ত করছি।'

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, 'আমাদের মনে রাখতে হবে, এই অধিদফতরের যদি কোনো কাজের বা সেবার ধীরগতি থাকে সেটি পুরো শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পড়ে। তাই এখন সময় এসেছে পদ্ধতির পরিবর্তন আনতে হবে আমাদের অনেক ডাইনামিক হতে হবে। আমাদের সেবার বিষয়ে অনেক অভিযোগ আসে এগুলো জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। যেকোনো সার্ভিস ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমাদের গতি আরও বাড়াতে হবে। দরকার হলে সেবা প্রদানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সহায়তা নিতে হবে।'

এর আগে দুপুর একটার দিকে শিক্ষা ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শিক্ষা ভবনের চারপাশ প্রদক্ষিণ করে। এরপর ডা. দীপু মনি বেলুন উড়িয়ে শিক্ষা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন ঘোষণা করেন। ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত এই শিক্ষা সপ্তাহ পালন করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি শাহাবুদ্দিন আহমেদ সহ আরও অনেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. গোলাম ফারুক।

এ সম্পর্কিত আরও খবর