'ওভারলোডিংয়ের কারণেই কুলাউড়ায় ব্রিজ ভেঙে পড়েছে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 08:55:34

ওভারলোডিংয়ের কারণেই মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রিজ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় আলোচনার বরাত দিয়ে তিনি বলেছেন, 'সড়কে কিছুটা অব্যবস্থাপনা হওয়ায় মানুষ বাসে যেতে পারছে না। এ কারণে সব মানুষ ট্রেনের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। এমনকি ট্রেনের ছাদ থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে মানুষ ওঠেনি।'

আরও পড়ুন: উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৮, আহত শতাধিক

তিনি বলেন, 'মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে তা ওভারলোডিং এর জন্যই ঘটেছে বলে মন্ত্রিপরিষদ সভায় আলোচনা হয়েছে।'

রেলে পুরনো ব্রিজ অপসারণের বিষয়ে প্রধানমন্ত্রী কোন নির্দেশনা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, 'রেল থেকে পুরনো ব্রিজ অপসারণের নির্দেশনা আগে থেকেই আছে। আগের ওই নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে।'

সচিব বলেন, 'দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো এজেন্সি সেখানে কাজ করছে। সেখানে রেল সচিব নিজে উপস্থিত আছেন।'

তিনি আরও বলেন, 'আমরা অফিসিয়ালি জানি, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে আমরা জেনেছি, বগির নিচে আরও লাশ চাপা পড়া অবস্থায় থাকতে পারে। ওটা সরানোর প্রক্রিয়া চলছে। এটা হয়তো ২৪ ঘণ্টা লেগে যেতে পারে।'

এ সম্পর্কিত আরও খবর