চালু হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পদক'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:25:04

ভাষার উন্নতি, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা ও প্রচার-প্রসারের জন্য ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৪ জুন) ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পদক নীতিমালা ২০১৯’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, প্রতি দুই বছর পর পর এ পদক দেওয়া হবে এবং জাতীয় ক্ষেত্রে দু’টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দু’টি পদক দেওয়া হবে। জাতীয় ক্ষেত্রে পদকের মূল্যমান হবে পদকের বাইরে চার লাখ টাকা। আন্তর্জাতিক ক্ষেত্রে এ পদকের মূল্যমান হবে পাঁচ হাজার ডলার।

মূলত ভাষার উৎকর্ষ সাধন, দেশি ও অন্তর্জাতিক ক্ষেত্রে নিজ নিজ মাতৃভাষার উন্নয়ন এবং বিভিন্ন ভাষার প্রচার ও প্রসারের জন্য এ পদক দেওয়া হবে বলেও জানান তিনি।

সচিব আরও জানান, পদকের জন্য যোগ্যদের বাছাইয়ের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে একটি কমিটি হবে, যেখানে সরকারি কর্মকর্তারা থাকবেন। আর শিক্ষামন্ত্রীর নেতৃত্বে মনোনয়ন কমিটি হবে, যেখানে সচিবরা প্রতিনিধিত্ব করবেন।

এ সম্পর্কিত আরও খবর