ডিআইজি মিজানকে দুদকের তলব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 19:33:49

তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ জুন) পাঠানো এক নোটিশে ১ জুলাই সকাল ১০টায় তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানা ফিল্ল্যার কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। ওই দিন একই অভিযোগে জিজ্ঞাসাবাদে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে দুপুর ২টায় তলব করেছেন তদন্ত কর্মকর্তা।

দুদকের এক কর্মকর্তা বলেন, দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলব করা হয়েছে। এছাড়াও ঘুষ লেনদেনের সংবাদ প্রচার করা বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক ইমরান হোসেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ২৬ জুন তলব করেছে দুদক।

এদিকে আজকে সকালে ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ আহরণের অভিযোগে পুলিশের বিতর্কিত ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মিজানুর রহমান ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। একই সঙ্গে ডিআইজি মিজান ও তার পরিবার যাতে দেশের বাইরে যেতে না পারে তার উপর নিষেধাজ্ঞা আরোপ চেয়ে ইমিগ্রেশন বিভাগকে চিঠি দিয়েছে দুদক।

এ সম্পর্কিত আরও খবর