জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 12:01:14

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০, ২১ ও ২২ জুলাইয়ের যেকোনো একদিন ফল প্রকাশের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বার্তা২৪.কমকে বলেন, জুলাইয়ের ২০, ২১ ও ২২ তারিখ, এই তিনদিনের যেকোনো একদিন ফল প্রকাশের প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যেদিন সিদ্ধান্ত নেবে সেদিন ফলাফল প্রকাশ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বোর্ড থেকে তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য এই তিনটি তারিখের মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয়। যদিও এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তার অনুপস্থিতিতে ফল প্রকাশ করা হয়। তবে তিনি মোবাইল ফোনে ফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ১ এপ্রিল শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষায় অংশ নেয়।

এ সম্পর্কিত আরও খবর