নারায়ণগঞ্জে ৭ খুন : ফাঁসির দ-প্রাপ্ত নূর হোসেনের ৮ মামলার সাক্ষ্য পেছাল

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-23 01:56:01

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দ-প্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে ৮ মামলার সাক্ষ্যগ্রহণ শুনানি অনুষ্ঠিত হয়নি। রোববার নারায়ণগঞ্জের একটি আদালতে নূর হোসেনের উপস্থিতিতে এসব সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও তাকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে আগামী ১ এপ্রিল ধার্য করেছেন আদালত। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ৮টি মামলা আদালতে বিচারাধীন। প্রতিটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। তিনি জানান, রোববার নারায়ণগঞ্জ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাম্মত কামরুন নাহারের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। নিরাপত্তার কারণে এদিন কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়নি। এ পরিস্থিতিতে আগামী ১ এপ্রিল আসামি নূর হোসেনকে আদালতে হাজির করার পাশাপাশি ওই ৮ মামলার সাক্ষীদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলার রায়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদ- দেন, যাদের ১৬ জনই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য। এই ১৬ জনের মধ্যে র‌্যাব ১১-এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাও রয়েছেন। এছাড়া আরও নয় র‌্যাব সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলেও নূর হোসেনের মৃত্যু- বহাল থাকে।

এ সম্পর্কিত আরও খবর