দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 20:46:19

সাংবাদিক দিপু সারোয়ার ও ইমরান হোসেন সুমনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকরা।

বুধবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মোরসালীন নোমানী, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি পারভেজ খান, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।

সমাবেশে রাজু আহমেদ বলেন, ‘দুদক যা করেছে সাংবাদিকতা পেশার জন্য একটি বড় হুমকি। দুদক সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইতে পারে, কিন্তু সে জন্য হুমকি দিতে পারে না। দুদক সহযোগিতা চাইলে সাংবাদিক সমাজ, আমরা সহযোগিতা করতে রাজি আছি।’

মোরসালীন নোমানী বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে কোনো সমন জারি করার অধিকার নেই দুদকের। তারা প্রয়োজনে প্রতিবাদ জানাতে পারে। দুদকের ঐ কর্মকর্তাকে তার পদ থেকে বরখাস্ত করতে হবে।’

ক্র্যাবের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে এমন বক্তব্য শুধু প্রত্যাহার করলে হবে না, দুদককে প্রতিশ্রুতি দিতে হবে। আগামীতে সাংবাদিকদের সাথে এমন আচরণ করবেন না। এ ঘটনার জন্য দুদককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

নুরুল ইসলাম হাসিব বলেন, ‘সাংবাদিকদের হুমকি দেওয়ার মতো চিঠির মাধ্যমে দুদক প্রমাণ করেছে যে, তারা তাদের কর্মচারী-কর্মকর্তাদের দুর্নীতি ঢেকে রাখার জন্য যা খুশি তাই করবে।’

আফজাল বারী বলেন, ‘দুদক গণমাধ্যমকর্মীদের সাথে যে কাজ করেছে তা মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে দুদককে তাদের বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক দিপু সারোয়ার ও ইমরান হোসেন সুমনকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে দুই সাংবাদিককে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য দুদকে হাজির হতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর