জঙ্গিদের উৎখাতের মতোই মাদক নির্মূলেও কাজ করছে পুলিশ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-29 15:30:16

মাদক ব্যবসায়ী যতো বড় মাপেরই হোক না কেন তাকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

তিনি বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জঙ্গিবাদ উৎখাতে বাংলাদেশ পুলিশ যেভাবে সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে ঠিক একইভাবে মাদক নির্মূলেও কাজ করে যাচ্ছে।’

বুধবার (২৬ জুন) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ বিষয়ক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘জঙ্গিবাদ এবং উগ্রবাদ যাতে সমাজে নতুন করে গজাতে না পারে সেজন্য সন্তানের অভিভাবক থেকে শুরু করে শিক্ষকদের বাড়তি নজরে রাখতে হবে নিজ সন্তান বা ছাত্র-ছাত্রীদের প্রতি। কোনো ধর্মেই কিন্তু উগ্রবাদের আশ্রয় নেই।’

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উগ্রবাদ ও মাদকের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক অতিরিক্ত পাঠদান করতে শিক্ষকদের প্রতি আহ্বানও জানান শাহ আবিদ হোসেন।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী ও আল-আমিন (সদর সার্কেল) উপস্থিত ছিলেন।

এতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর