সংসদ অধিবেশন শুরু আজ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 23:39:59

দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হবে আজ। এটি এ বছরের শেষ সংসদ অধিবেশন। রেওয়াজ অনুযায়ী অধিবেশনটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল চারটায় সংসদ ভবনে এটি শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের ১৯তম অধিবেশন হবে নতুন বছরের প্রথম অধিবেশন। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তার ভাষণের ওপর নিয়ম আলোচনা করবেন সংসদ সদস্যরা। সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্র জানায়, আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হলেও এতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। এছাড়া সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হবে। গত ১৪ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। গত ১০ সেপ্টেম্বর ওই অধিবেশন শুরু হয়। মাত্র পাঁচ কার্যদিবসের অধিবেশনে দুটি বিল পাস হয়। এছাড়া সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় রোহিঙ্গা সমস্যা ও ষোড়শ সংশোধনী সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে দু’টি প্রস্তাব গ্রহণ করা হয়। এই অধিবেশনও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বল মনে করছেন সংসদ সবিবালয়ের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর