লাল নিশান টানিয়ে জমির দখল দিলেন আদালত

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 23:57:04

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আদালতের রায়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ।

বুধবার (২৬ জুন) দুপুরে জমির মালিক আব্দুল বারীকে এ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালে নগরীর চরছত্তরপুর মৌজায় ০.১৯৫ (দশমিক এক নয় পাঁচ) একর জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি।

এ মামলায় র্দীঘ শুনানি শেষে ২০১৪ সালে আদালত বিবাদী আব্দুল বারীর পক্ষে ডিক্রি ঘোষণা করেন।

এরপর চলতি বছর বারীর পক্ষে আদালত ফের চূড়ান্ত ডিক্রি ঘোষণা করেন। বুধবার দুপুরে ঐ ডিক্রির প্রেক্ষিতে আদালত কর্তপক্ষ সরেজমিনে ঐ জমিতে গিয়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির মালিককে দখল বুঝিয়ে দেন।

এ সময় জেলা জজ আদালতের নাজির আ: হালিম, জারীকারক মো: রমজান আলী, অ্যাড. কমিশনার আতিকুল ইসলাম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর