দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক ম্যানেজারের সাজা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 05:58:06

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত দুর্নীতির মামলায় গ্রামীণ ব্যাংকের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া শাখার সাবেক ম্যানেজার মো. বদিউজ্জামানকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ব্যাংকের আত্মসাতকৃত টাকার সমপরিমাণ ৩ লাখ ২৪ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক রাশেদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলা সংক্ষিপ্ত এজহারে জানা যায়, আসামি বদিউজ্জামান ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ঈশ্বররগঞ্জের তারুন্দিয়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছয়জন গ্রাহকের সঙ্গে প্রতারণা করেন। জালিয়াতির আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সাবেক সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বাদী হয়ে ২০১৬ সালের ১২ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই কর্মকর্তা এ মামলার তদন্ত শেষ করে ২০১৭ সালের ২৪ জুলাই আসামির বিরুদ্ধে কমিশনের অনুমোদন নিয়ে চার্জশিট দাখিল করেন। বিচার প্রক্রিয়ার সকল ধাপ শেষে বুধবার ময়মনসিংহের বিশেষ জজ আদালত তার বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর