জমি রেজিস্ট্রেশন ব্যয় কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 07:56:41

ফ্ল্যাট ও জমি রেজিস্ট্রেশন ব্যয় এবং গেইন ট্যাক্স  ১৫ শতাংশ থেকে কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেল রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এই আশ^াস দেন। তিনি বলেন, আবাসন খাতের সমস্যা সমাধানে এনবিআর-রিহ্যাব যৌথভাবে কাজ করবে। আবাসন খাতের রাজস্ব সংক্রান্ত জটিলতা আর থাকবে না, এই শিল্পের বিভিন্ন সমস্যার প্রতি অবশ্যই সবাইকে মনোযোগ দিতে হবে। এখন পর্যন্ত এই শিল্পের ৮টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধান করে ভবিষ্যতে আবাসন শিল্পকে একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজস্ব বোর্ড থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ভবিষ্যতে জাতীয় বাজেট প্রণয়নের সময় রিহ্যাব প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন সংগঠনের পক্ষ থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় ১৫ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করার দাবিসহ মোট ৮টি প্রস্তাবনা উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, ২০১০ সালের পর থেকে বাংলাদেশের আবাসন শিল্প নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন। বিগত সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আকাশচুম্বী জমির মূল্য ও জমির অপ্রতুলতা, শেয়ারবাজারের ধ্বস এবং নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এই খাতে স্থবিরতা দেখা দিয়েছিল। উদীয়মান এই খাতে নানা কর আরোপ ও সরকারের নীতি সহায়তার অভাবে ক্রমে দেশের আবাসন খাত মারাত্মক ঝুঁকির মুখে পতিত হয়েছে। রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে উক্ত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভুইয়া, এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন এবং পারভেজ ইকবাল।

এ সম্পর্কিত আরও খবর