এবার ভেলায় করে এলো ৫০০ রোহিঙ্গা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 22:57:29

নাফ নদী পেরিয়ে ১০টি ভেলা নিয়ে কক্সবাজারের টেকনাফে ঢুকেছে পাঁচশ’রও বেশি রোহিঙ্গা। শুক্রবার সকালে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে তারা। টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লেফট্যান্টেট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গাদের ১০টি ভেলা মিয়ানমার দিকে এসে টেকনাফের তিনটি পয়েন্ট দিয়ে প্রবেশ করে। প্রতিটি ভেলায় নারী-পুরুষ শিশুসহ ৪০ থেকে ৬০ জন রোহিঙ্গা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার একটি ভেলায় ৫২ জন, গতকাল বৃহস্পতিবার তিনটি ভেলায় ১৮০ বাংলাদেশে পালিয়ে এসেছেন। আরিফুল ইসলাম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে রোহিঙ্গারা এভাবে আসতে গিয়ে যেকোনো সময় ভেলা উল্টে দুর্ঘটনার শিকার হতে পারে। একই সঙ্গে তারা মিয়ানমারের জলসীমা অতিক্রম করে বাংলাদেশে চলে এলেই মানবিক সহায়তার কথা চিন্তা করে প্রথমেক তাদের বিজিবি তাদের উদ্ধার করে একটি স্থানে জড়ো করে। পরে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে তাদের ক্যাম্পে পাঠানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর