'উন্নতমানের মুক্তা পেতে গবেষণার বিকল্প নেই'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 01:46:13

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বাংলাদেশে মুক্তাচাষ একটি সম্ভাবনাময় শিল্প। প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে মুক্তা রফতানির মাধ্যমে। তাই উন্নতমানের মুক্তা পেতে গবেষণার কোনো বিকল্প নাই।’

শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) অডিটোরিয়ামে আয়োজিত 'স্বাদুপানির ঝিনুকে মুক্তাচাষ: গবেষণা অগ্রগতি ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএফআরআই ভালো মানের মুক্তাচাষে গবেষণা চালিয়ে যাচ্ছে। দ্রুত মুক্তা পেতে বিভিন্ন প্রজাতির ঝিনুক চাষ করা হচ্ছে।’

সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বিএফআরআই'র মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত মুক্তাচাষিরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর