মানসম্মত শিক্ষার দিকে নজর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:30:24

মানসম্মত শিক্ষার দিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘যদিও গত ১০ বছর আমরা সংখ্যার পাশাপাশি মানের দিকেও নজর দিয়েছি। তবে মূল কেন্দ্র ছিল সংখ্যার দিকে। এখন আমরা মানের দিকে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

শনিবার (২৯ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে ইনার হুইল ডিস্ট্রিক্ট নামে একটি সংগঠনের ৩৪তম অ্যাসেম্বলি কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত ১০ বছরে সরকারের লক্ষ্য ছিল সকল শিশুদের স্কুলে নিয়ে আসার। এখন ৯৮ শতাংশ শিশু বিদ্যালয়ে আসছে। এটি সরকার ও দেশের জন্য বড় একটি অর্জন। এছাড়া স্কুল থেকে ঝড়ে পড়ার শিশু শিক্ষার্থীর হার অনেক কমেছে এবং আরও কমিয়ে আনতে হবে।’

দীপু মনি বলেন, ‘যদিও গত ১০ বছর আমরা সংখ্যার পাশাপাশি মানের দিকেও নজর দিয়েছি। তবে মূল কেন্দ্র ছিল সংখ্যার দিকে। এখন আমরা মানের দিকে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারেরও মানসম্মত শিক্ষার কথা উল্লেখ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘মানসম্মত শিক্ষার জন্য শুধু কারিকুলামের দিকে নজর দিব তা নয়। কি শিখছে? বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটিতে শিখছে। কিন্তু সেই শিক্ষা যথেষ্ট কি না? এসব দিকে নজর থাকছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইনার হুইলের জাতীয় প্রতিনিধি খালেদা এ আউয়াল, ইনার হুইল ডিস্ট্রিক্ট (২০১৮-১৯) চেয়ারম্যান নাঈমা সাখাওয়াত, ডিস্ট্রিক্ট (২০১৯-২০) মমতাজ মহল রানু এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি শামসুন নাহার হক।

এ সম্পর্কিত আরও খবর