মুখে কা‌লো কাপড় বেঁধে দুদ‌কের সামনে সাংবাদিকরা

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 21:24:12

সাংবাদিক দীপু সারোয়ার ও ইমরান হো‌সেন সুমনের বিরুদ্ধে হুমকির প্রতিবাদে তৃতীয় দি‌নের মতো বি‌ক্ষোভ সমা‌বেশ করছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

রোববার (৩০জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে মুখে কা‌লো কাপড় বেঁধে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে তারা। 

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউ‌জে) এর সভাপতি আবু জাফর সূর্য বলেন, 'গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের এক‌টি প্রকৃত স্তম্ভ। আপনারা আমা‌দের ধৈর্য পরীক্ষা নে‌বেন না। আমরা অনেক কিছু জানি। আমরা কথা বল‌তে শুরু করলে অনেকের মু‌খোশ খুলে যাবে।' 

আরও পড়ুন,  দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

তিনি দুদক‌কে উদ্দেশ্য ক‌রে বলেন, 'আপনারা রাষ্ট্রের দুর্নীতি দমন করবেন। রাষ্ট্রের জনগণের সুশাসন নিশ্চিত করবেন। সুশাসন আর গণমাধ্যম একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। গণমাধ্যম‌কে বাদ দি‌য়ে সুশাসন নিশ্চিত কর‌া যায় না।'

 তৃতীয় দি‌নের মতো বি‌ক্ষোভ সমা‌বেশ করছেন সাংবাদিকরা, ছবি: বার্তা২৪.কম

 

ক্রাইম  রি‌পোর্টার্স অ্যা‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (ক্র্যাব) এর সভাপতি আবুল খা‌য়ের বলেন, 'যে সাক্ষী দেবে তার নিরাপত্তার গ্যারান্টি দি‌তে হবে। যে তথ্য দেবে তা‌কে শাস্তি দে‌বেন এটা হয় না। একজন দুদক কর্মকর্তার জন্য পুরা দেবেন দুর্নাম হ‌তে দেওয়া যায় না। এই  প্রতিষ্ঠানে একটা সরকার বিরোধী গ্রুপ আছে। তারা জামায়াত, বিএন‌পিও হতে পারে। অনতিবিলম্বে এই চিঠি প্রত্যাহার কর‌তে হবে অন্যথায় বাধ্য কর‌া হবে।'

ঢাকা রি‌পোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী বলেন, 'আইন বহির্ভূতভাবে একজন সাংবাদিককে এভাবে চিঠি দি‌য়ে অন্যায় করেছে দুদক। আজ সাংবাদিকতার উপর ষড়যন্ত্র হচ্ছে, আমা‌দের পেশার উপর আক্রমণ হচ্ছে। সারা দেশের সাংবাদিকদের একসঙ্গে প্রতিবাদ কর‌তে হবে।'

মুখে কা‌লো কাপড় বেঁধে তারা অবস্থান করেন, ছবি: বার্তা২৪.কম

 

এসময় ক্র্যাব সাধারণ সম্পাদক দিপন দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক রাজু আহ‌মেদ, ক্র্যাব এর সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ল'রি‌পোর্টার্স ফোরাম সাধারণ সম্পাদক হাসান জা‌বেদ, ল'রি‌পোর্টার্স ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক  মতলু ম‌ল্লিক প্রমুখ।

সূত্র জানায়, বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজান ও বরখাস্ত হওয়া দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাথে ফোনালাপের ঘটনা তদন্তে সাক্ষ্য গ্রহণে দুই সাংবাদিককে সাক্ষী ও দু'ধরনের ‌নো‌টিশ দেওয়ার জন্য চিঠি পা‌ঠি‌য়ে‌ছে দুদক। এর মধ্যে সাংবাদিক দীপু সা‌রোয়া‌রের চিঠিতে সাক্ষ্য না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক। এরই প্রতিবাদে টানা তৃতীয় দি‌নের মত কর্মসূচী পালন করেন সাংবাদিকরা।

 

  

 

 

এ সম্পর্কিত আরও খবর