নিখোঁজ ছেলেকে ফেরত দেয়ার কথা বলে হাতিয়ে নিল দেড় লাখ টাকা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 08:25:36

‘আপনার ছেলে আমাদের কাছে আছে। সে ভালই আছে। তাকে যদি ফেরত চান তাহলে কয়েকটি বিকাশ নম্বর দিচ্ছি, সেগুলোতে দেড় লাখ টাকা পাঠান। টাকা পেলেই তাকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এ বিষয়টি কাউকেই জানানো যাবেনা।’

নিখোঁজ ছেলে ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্র সাফায়েত আল হাসানকে ফিরে পেতে যখন মরিয়া বাবা-মা, ঠিক তখনই সেই সুযোগটি কাজে লাগিয়ে এভাবেই পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। কিন্তু তাদের কথামত বিকাশে দেড় লাখ টাকা দিয়েও ছেলেকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে বাবা আফজাল খান রিপনকে।

সাফায়েতের বাবা আফজাল খান বলেন, ‘গত শুক্রবার (২৮ জুন) দুপুরে আমাকে ফোন করে ওই কথাগুলো বলার পর ছেলেকে ফেরত পাবার আশাতেই আমি টাকাগুলো পাঠিয়েছি। তারা তখন বলেছিল কাউকেই জানানো যাবে না, জানালে ছেলেকে ফেরত পাব না। তাই ভয়ে আমি কাউকেই জানাইনি।'

তারা কথা দিয়েছিল টাকা হাতে পাওয়ার পর ছেলেকে ময়মনসিংহ শহরতলী দিঘারকান্দা বাইপাস মোড়ে নটরডেম কলেজের পাশে রেখে যাবে। তাদের কথামতো সেখানে অপেক্ষা করতে থাকি। রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেও ছেলেকে পাইনি। এমনকি ওই মোবাইল নম্বরগুলোতে একাধিকবার ফোন করেও সংযোগ পাইনি। পরে রাতেই বিষয়টি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশ প্রশাসনকে জানাই।’

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বার্তা২৪.কমকে বলেন, ‘যে চক্রটি বিকাশে টাকা নিয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি। আমরা ধারণা করছি নিখোঁজ হওয়া সাফায়েতের বিষয়ে তাদের সম্পৃক্ততা নেই। বাবার মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা টাকাগুলো হাতিয়ে নিয়েছে। তবে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, গত ২৫ জুন সকালে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী সাফায়াত আল হোসাইন তার কলেজে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সে কলেজ ক্যাম্পাসে ছিল। ক্যাম্পাস থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর