কুপিয়ে মানুষ হত্যা সামাজিক অবক্ষয়ের চিত্র

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 21:21:29

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুপিয়ে মানুষ হত্যাসহ জখম করার ঘটনাকে সমাজের অবক্ষয়ের চিত্র বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (১ জুলাই) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সমন্বিত সিসিটিভি কার্যক্রম চালু, আরপিএমপি’র নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন ও কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, ‘সমাজের সার্বিক অবক্ষয়ের চিত্র আমাদের ভাবিয়ে তুলেছে। এখন পাড়া-মহল্লায় বড় হওয়া ছেলেরা ছোট ছোট গ্রুপ গ্যাং তৈরি করছে। মাস্তান গ্রুপ গড়ে তুলছে। এদের বাবা-মায়েরা সচেতন না। এই অবক্ষয়কে মোকাবিলা করতে সমাজবিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। কেন সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, তার কারণ বের করতে হবে। কীভাবে এই অবক্ষয় দূর করা যায় তার জন্য চিন্তা-ভাবনা করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

বাংলাদেশে আইএসের তৎপরতা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘বাংলাদেশে এখন জেএমবি বা নব্য জেএমবি নামে যারা আছে, এদের কেউ কেউ হয়তো চিন্তা-চেতনায় আইএসের অনুসারী হতে পারে। কিন্তু এরা আইএস নয়।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিরা এখন ইন্টারনেট ব্যবহারে বেশি সক্রিয়। বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগ বৃদ্ধি করেছে। ইন্টারনেট সুবিধা ব্যবহার করে এরা সদস্য সংগ্রহের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিভিন্ন স্থান থেকে জঙ্গিরা আটক হচ্ছে। আমরা গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় জঙ্গিদের যেকোনো পরিকল্পনা ও তৎপরতা নস্যাৎ করে দেব।’

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গতকাল রোববার রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির অভিষেক ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর