ভোটার হালনাগাদে দায়িত্ব অবহেলা করলেই শাস্তি: ইসি সচিব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:02:25

ভোটার তালিকা হালনাগাদে দায়িত্ব অবহেলা করলে নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ আলমগীর।

তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের তথ্য ইসির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ না করলে বা দায়িত্ব অবহেলা করলে নির্বাচনী আচরণ বিধিমালায় যে শাস্তির বিধান রয়েছে তাকে সেই শাস্তি দেবে কমিশন।’

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আচরণ বিধিমালায় অর্থদণ্ড ও জেল জরিমানা উভয় দণ্ড আছে। তাই আমরা অপরাধের মাত্রা দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরীতে নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে বুধবার (৩ জুলাই) থেকে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘এ বছর এক সঙ্গে চার বছরের ভোটারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিবছর ২ দশমিক ৫ শতাংশ হারে মোট ১০ শতাংশ ভোটার বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৩০৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য সংগ্রহের হার ৬ দশমিক ৪২ শতাংশ।’

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম পর্যায়ে ১৩৫ উপজেলায় ভোটার হালনাগাদ শুরু হয়। পরে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে উপজেলা ও থানা পর্যায়ে পর্যায়ক্রমে হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর