'ক্রিকেটারদের নিজের ছেলে মনে করেন প্রধানমন্ত্রী'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 08:11:50

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'একজন মায়ের মতোই ক্রিকেটারদের নিজের ছেলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন তারা ভালো করত তখনই তাদের পুরস্কৃত করতেন। খারাপ করলে তাদেরকে সাহস যুগিয়েছেন। কিন্তু কখনো হাল ছাড়েননি। সবসময় ক্রিকেটারদের জানিয়েছেন প্রধানমন্ত্রী তাদের বিশ্বাস করেন। আজ সেটার প্রতিফলন ঘটছে বিশ্বমঞ্চে।'

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলার নান্দাইল উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, 'বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের শুধু উন্নয়নই হতে থাকবে।'

তিনি বলেন, 'আমি দেখেছি ১৯৯৯ সালে এই বাংলাদেশকে যে লোকটি বলেছিল, এ দেশের কোন ভবিষ্যৎ নাই। দেশটি তলাবিহীন ঝুড়ি। সেই হেনরি কিসিঞ্জারকে প্যারিসের এক মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নিজেকে মাফ চাইতে আমি দেখেছি। প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, আমি ভুল বলেছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি আসলে বাংলাদেশ সম্বন্ধে খুব একটা জানতাম না। বাংলাদেশের মানুষকে খুব একটা চিনতাম না। আপনার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে চিনতে পারছি এবং আমি জানি বাংলাদেশের ভবিষ্যৎ পুরোপুরি অন্যদিকে চলে গেছে। আমি সেই কথার জন্য দুঃখিত।'

আনিসুল হক বলেন, 'এই পদ্মাসেতু যখন নির্মাণ করার পরিকল্পনা হয় তখন বিশ্ব ব্যাংকের যে ষড়যন্ত্র করেছে, সেটা আমি দেখেছি। হঠাৎ এক সকালে তারা বলল, যে টাকাটা দিত তা আর দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বলেছিলেন, আমি জনগণের টাকায় পদ্মাসেতু করব। সেই কথা বাস্তবায়ন করে তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাঙালি সবকিছু পারে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, 'আইনের শাসন মানে হচ্ছে- আইন সকলের ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেই জিনিসটিই শেখ হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। কেউ যদি অপরাধ করে তার বিচার হবেই। এখন মানুষ এটিই বিশ্বাস করে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন তুহিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক।

এ সম্পর্কিত আরও খবর