ঈদের আগে মহাসড়ক সংস্কার : বরাদ্দ ১৬ হাজার কোটি টাকা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-07-19 12:51:09

ফি বছরের মত ঈদ-উল ফিতরকে সামনে রেখে বেহাল সড়ক-মহাসড়ক সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার। ভাঙ্গাচুরা এসব সড়ক-মহাসড়ক দিয়ে চলাচলে যানবাহনের ধীর গতিতে নিয়মিত হয়ে উঠেছে যানজট। ভোগান্তি বেড়ছে যাত্রী সাধারনের। আগামী জুন মাসের মধ্যে সব সড়ক-মহাসড়ক সংস্কারের পরিকল্পনা নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ । এ খাতে বাজেটে বরাদ্ধ দেওয়া হয়েছে ১৬ হাজার ১৩ কোটি টাকা। আগের অর্থ বছরে  এ খাতে ব্যয় হয়েছিল প্রায় ১২ হাজার ৭৭ কোটি টাকা। কিন্তু তারপরও সড়ক-মহাসড়কের দুর্দশার অবসান হয়নি। মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগের তথ্য মতে, দেশে বিভিন্ন শ্রেণীর সড়কের মোট দৈর্ঘ্য ২১ হাজার ৩০২ কিলোমিটার। এর মধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য যথাক্রমে ৩ হাজার ৮১৩ ও ৪ হাজার ২৪৭ কিলোমিটার। আর জেলা সড়কের দৈর্ঘ্য ১৩ হাজার ২৪২ কিলোমিটার। সওজের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত মৌসুমে বন্যা ও অতিরিক্ত বৃষ্টিতে ভাঙাচোরা সড়কের পরিমাণ আরো বেড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগের জরিপ মতে, ২০১৬ সালে সারাদেশে ভাঙাচোরা অবস্থায় ছিল জাতীয় সড়কের ২০ শতাংশ, আঞ্চলিক সড়কের ৩১ শতাংশ ও জেলা সড়কের ৪৭ শতাংশ। সওজের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত মৌসুমে বন্যা ও অতিরিক্ত বৃষ্টিতে ভাঙাচোরা সড়কের পরিমাণ আরো বেড়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, আগামী ঈদুল ফিতরের আগেই জুন মাসের মধ্যে দেশের সব সড়ক-মহাসড়কের বেহাল দশার অবসান হবে। বরাদ্দকৃত অর্থে চলতি বছরের এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ মেরামত কাজ শেষ হয়েছে। আগামী বর্ষা মৌসুম আর ঈদকে সামনে রেখে দ্রুত গতিতে কাজ চলছে।

এ সম্পর্কিত আরও খবর