'শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান বাংলাদেশেও প্রতিষ্ঠার বিষয়ে ভাবা হচ্ছে'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-23 23:51:59

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শান্তিনিকেতনের মতো একটি প্রতিষ্ঠান বাংলাদেশেও প্রতিষ্ঠা করা যায় কিনা সেটা ভাবছি। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছি।’ 

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) গাহি সাম্যের গান মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয়ে সবকিছুই আছে তবে মনের খোরাক মেটানোর জায়গা একটি অডিটরিয়াম নেই। অডিটরিয়ামের জন্য আমার সহযোগিতা লাগলে আমি তা করব।’ 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল দুজনেই একে অপরকে ভালবাসতেন, আর তাই আমিও তাদের খুব ভালোবাসি। আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি এবং এর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। ভালোবাসা অর্থ ত্যাগ করা। যাকে ভালোবাসবেন তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আর একটি বিষয় আমাদের মনে রাখতে হবে- আমার দ্বারা বিশ্বের কোন প্রাণী কখনও ক্ষতিগ্রস্ত হবে না।’

মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের কাছ থেকে ভালো জিপিএ চাই না, আমি চাই ভালো মানুষ। তোমরা ভালো মানুষ হও জিপিএ তোমার পায়ের নিচে লুটাবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের আইজিসিসি’র পরিচালক ড. নীপা চৌধুরী। 

এর আগে, প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা।

এদিকে, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর