সিলেট সিটি নির্বাচন মার্চের পর

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-09-01 20:10:41

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন, আগামী বছরের মার্চের পর সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার জেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মাহবুব তালুকদার বলেন, ‘আগামী বছরের এপ্রিল অথবা মে মাসে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।’ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সবার সহযোগিতা চান তিনি। কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নেই। তাদের মধ্যে স্বাভাবিক যোগযোগটুকুও নেই।’ দুর্বল নির্বাচন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ কওে, তাই আগামী সংসদ নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মাহবুব তালুকদার বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। পরে তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন। আগামী বছরের মে মাসের মধ্যে নগরীর সবার হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলে এ সময় নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশানার গোলাম কিবরিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন প্রমুখ। প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুন এ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর