এরশাদের সুস্থতা কামনা করে মোনাজাত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:30:16

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। প্রতি শুক্রবার পবিত্র জুমার নামাজে লাখো মানুষ এই মসজিদে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন। আজ (৫ জুলাই) জুমার নামাজ শেষে লাখো মুসল্লি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করেছেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে ঢাকা সিএমএইচ-এ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মোনাজাতের আগে এরশাদের ছোটভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে পরিবার ও দলের পক্ষ থেকে কথা বলেন।

জিএম কাদের বলেন, আমার ভাই, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

এরশাদের অবদানের কথা স্মরণ করে কাদের বলেন, দেশের জন্য ওনার অবদান আছে, জাতির জন্য ওনার অবদান আছে, ইসলামের জন্য অবদান আছে। পবিত্র কাবা শরীফের ঘরে তিনি তিনবার প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। আপনারা যারা ওনাকে ভালোবাসেন তাদের কাছে আমি দোয়া চাচ্ছি।

কথা বলার এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জিএম কাদের।

তার বক্তব্য শেষে মোনাজাত ধরেন মসজিদের ইমাম। এ সময় লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মসজিদ প্রাঙ্গণ প্রকম্পিত হয়।

মোনাজাতে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর