কৃষিকে বাণিজ্য ও যান্ত্রিকীকরণ করা হবে: কৃষিমন্ত্রী

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-09-01 07:07:53

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সরকার কৃষিকে বাণিজ্য ও যান্ত্রিকীকরণ করার জন্য প্রতিটি সেক্টরে কাজ করছে। এটি শতভাগ বাস্তবায়িত হলে কৃষকরা তাদের চাষাবাদকৃত ফসলের ন্যায্য মূল পাবেন।’

শনিবার (৬ জুলাই) রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘দ্বিতীয় বারিন্দ এগ্রো-ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বারিন্দ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটি (বিএমডিএ) রাজশাহীর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করছেন। কিন্তু ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ন্যায্য দাম না পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে সরকার প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। তারা কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে উপজেলা পর্যায়ে শহরের সকল আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে গেছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে উপজেলাগুলো শহর থেকে একটু পিছিয়ে রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে উন্নত শিক্ষা বাস্তবায়ন করা হবে।’

রাজশাহী অঞ্চলের কৃষির বিষয়ে মন্ত্রী বলেন, ‘বরেন্দ্র এলাকার মাটি কৃষির জন্য উন্নত। তাই ফসল চাষের জন্য এই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। আর উন্নত ফসল উৎপাদনের জন্য প্রচুর পানির প্রয়োজন। তাই বরেন্দ্র অঞ্চলের পুকুরগুলোকে সংস্কার করে এতে পানি সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এজন্য এলাকার জন্য সরকার সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।’

সাবেক সাংসদ ও বিএমডিএ’র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আদিবা আনজুম মিতা, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান,বিএমডিএ’র সহকারী পরিচালক কৃষিবিদ আব্দুর রশীদ, জেলা প্রশাসক হামিদুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর