হরতালের কোনো প্রভাব নেই রাজধানীতে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 15:43:40

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের কোনো প্রভাবই পড়েনি রাজধানীতে। অন্যান্য দিনের মতোই রাস্তায় চলছে যানবাহন ও সাধারণ মানুষ।

রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেট, বিজয়স্মরণী, শাহবাগে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য সাধারণ দিনের মতোই চলছে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন।

এছাড়া ট্রাফিক পুলিশের সূত্রে জানা গেছে, ধানমন্ডির সিটি কলেজ, নিউমার্কেট, সাইন্সল্যাব, মহাখালী, মগবাজার, কাকরাইল মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাস চালক রফিক মিয়া বার্তা২৪.কমকে বলেন, 'কই হরতাল, মালিক বলছে এসব হরতালে গাড়ি বন্ধ রাখা যাবে না। তাই বের হইছি। আর গাড়ি না চালালে তো পেটে ভাত পড়বে না। তবে গ্যাসের দাম বাড়ানো ঠিক হয়নি।’

উল্লেখ্য, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে অর্ধ দিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এতে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর