গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শাহবাগ অবরুদ্ধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টফোর.কম | 2023-08-12 16:47:24

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

সারা দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে এই কর্মসূচি পালন করছে বাম ছাত্র সংগঠনগুলো।

রোববার (৭ জুলাই) সকাল থেকে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এতে সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা এসব রোডে এ্যাম্বুলেন্স ব্যতীত মোটরসাইকেল ও রিকশাসহ পতাকাবাহী সরকারি কোনো গাড়িই চলতে দিচ্ছে না।

প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি ইমরান হাবিব জানিয়েছেন তারা দুপুর ২টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন।

তিনি বলেন, ‘এটা শুধু আমাদের দাবি নয়, দেশের সকল নাগরিকের ন্যায্য দাবি। গ্যাসের দাম বাড়লে সব মানুষের ভোগান্তি বাড়বে। সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে।’

এ সম্পর্কিত আরও খবর