শাহজালালে স্বর্ণের বারসহ চাইনিজ নাগরিক আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 03:31:24

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণের বারসহ এক চাইনিজ নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃত চাইনিজ নাগরিকের নাম জিয়ান জু। দুবাই থেকে আগত ইকে-৫৮২ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।

রোববার (৭ জুলাই) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম এ তথ্য বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন খবর আসে দুবাই থেকে একটি ফ্লাইটে অবৈধ স্বর্ণের বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চালান হবে। এই সংবাদের ওপর ভিত্তি করে সকাল ১১ টায় দুবাই থেকে আগত ফ্লাইট নাম্বার ইকে-৫৮২ এর যাত্রীদের ওপর বিশেষ নজর রাখা হয়। এ সময় জিয়ান জু নামের এক চাইনিজ যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাওয়া হয়। পরে তিনি সোনা থাকার কথা অস্বীকার করলে তার লাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।'

তিনি বলেন, 'পরে তার লাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে রক্ষিত তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন ৩২৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।'

আটককৃত সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর